Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৪-২০২৩, সময়ঃ সকাল ০৮:৫১

আজ উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধার ৫টি মডেল মসজিদ

আজ উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধার ৫টি মডেল মসজিদ

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা জেলা ও উপজেলা পর্যায়ে নির্মিত হয়েছে ৫টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। দীর্ঘ প্রতিক্ষার শেষে আজ সোমবার উদ্বোধন হতে যাচ্ছে ধর্মীয় এই প্রতিষ্ঠানগুলো। এদিন গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসনিা ভার্চুয়ালিভাবে গাইবান্ধার ৫টিসহ দেশের অন্যান্য জেলা-উপজেলায় মোট ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন ঘোষণা করবেন। 

ধর্মমন্ত্রণালয়ের সচিব এনামুল হাসান এনডিসির এক পত্রে এ তথ্য জানানো হয়। গাইবান্ধার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো হচ্ছে-গাইবান্ধা জেলা সদর, সাদুল্লাপুর উপজেলা, সদর উপজেলা, ফুলছড়ি উপজেলা ও গোবিন্দগঞ্জ উপজেলায় নির্মিত।  

এসব  মডেল মসজিদে একই সাথে শতাধিক মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। নারীদের আলাদা ওজু ও নামাজ পড়ার ব্যবস্থাও রয়েছে। থাকছে ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, লাইব্রেরি, হজ্জযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ সেন্টার, ইসলামি গবেষণা ও দাওয়া কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, অতিথিশালা, পবিত্র কুরআন হেফজ, মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা ইত্যাদি। এছাড়া ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের সুবিধা রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান মিয়া জানান, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি চালু হলে ধর্মপ্রাণ মানুষ স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন। সেই সাথে ইসলামিক জ্ঞান ও মূল্যবোধের পরিচর্যা এবং সততা-ন্যায়বিচারের প্রতি মানুষের আনুগত্য সমর্থন সৃষ্টি করবে।

স্থানীয় ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আনোয়ারুল ইসলাম বলেন, এখানকার মডেল মসজিদগুলো জন্য পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদিম নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হচ্ছে। আজ সোমবার (১৭ এপ্রিল) এ জেলায় ৫টি  মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ল্েয সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad